caption

For haters….

  • — কুত্তার মতো লাফা -লাফি করলেই 🐕‍🦺

— তুমি বাঘ হতে পারবে না 🐅
You don’t deserve to come this far 😂
  • Bok@coda 😂

     

 

FAKE FRIENDS

1}  সবাই বলতো
তারাই তোর সব ধংসের কারন হবে !
যাদের নিয়ে তুই নৃত্য নতুন পথ চলস !
আমি ভাই সব হেসে উড়িয়ে দিতাম 🙂
But – এখন
___যারা এগুলো বলটা আমারে তাঁদেরকে Assalamualikum
টাকার কাছে ভাই জে কেও হার মেনে যায় 🙂 কতো দিন এর
সম্পর্ক বা বিশ্বাস কিছুই মাথায় রাখে না
যাই হোক ভাই মাফ চাই তোমাদের নিয়ে চলা-ফেরা করা টাই আমার জিবনএর এর সব চেয়ে ভূল সিদ্ধান্ত ছিল ❌
আমি প্রায় শেষ .
আর একটু আছি শুধু জাস্ট আর একটু
এর পর আর একটা ধাক্কা খেলে আমি তোমাদের মাঝে থেকে পুরাপুরি শেষ !
তখন মেইবি সবাই খুশি হইবা , কিন্তু তোমরা এতো কাছের হইয়াও আমার কথা একবার ও ভাবলানা ।
যে উপকার মনে রাখে না , যে সব ভুলে উল্টা পিছন থেকে ছুরি মারে বা মারার চেষ্টা করে । তাদের সাথে কষ্ট হলেও সম্পর্ক বিচ্ছিন্ন করা উত্রম 🤍
ওকে ভাইয়ারা , তোমাদের থেকে যে এসব গিফট পাবো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি 😅
কী ভেবে আমার বিরুদ্ধে লাগসো , জানি না কিন্তু
সবার ক্যারেক্টর জানার পর মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল💔
এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মে গেল তোমাদের ওপরে 🥲🤍
সমস্যা নাই ভাই , করে দে একবারে শেষ
এমনিতেই প্রায় অনেক টুকু শেষ হয়ে গিয়েছি , যা একটু আছি তোরা পিছু লাগছোস 🙂 মায়া লাগেনা ভাই তোদের ?…
দিন শেষে তোমরাও ঠকে জবা , তখন আমার সাথে করা সব প্লান নিয়ে অনেক ভাববা , নিজেকে ক্ষমা করতে পারবি নাহ ভাই 🙂
2}   কোথায় গেলে তোমরা আমায় বাঁচতে দিবে ভাই….?
বার বার শুধু আমিই কেনো …?
যা পেয়েছিলাম তাঁর থেকে বেশী হারিয়ে ফেললাম
কেন ?
আমিই সবসময় তোমাদের টার্গেট এ থাকি?.
কাহিনি তো বুঝিনা , কোনো জায়গায়ই কী আমি শান্তি পাবো না …?
যাইহোক, আমার সাথে যে সব কাজ গুলা হয়েছে , হচ্ছে কোনটাই ঠিক হচ্ছে না 🙂
NEXT CAPTION COMING SOON